আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গাজা সিটির তুফাহ এলাকার একটি স্কুল ভবনের দোতলায় এ হামলা ঘটে।

যুদ্ধের কারণে আশ্রয়হীন কয়েকটি পরিবারের সদস্যরা সেখানে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হামলার কারণ সম্পর্কে এখনো আইডিএফ কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় যুদ্ধবিরতি শুরু হলেও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এরপরও একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে আইডিএফের বিরুদ্ধে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুদ্ধবিরতি #বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা #ফিলিস্তিনের গাজা সিটি #আইডিএফ