রাজনীতি

রাজশাহীর ৬ আসনে ৩৮ প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়ন বৈধ

রাজশাহী প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে। যাচাই-বাছাই শেষে ৩৮ জন প্রার্থীর মধ্যে ১৯ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি প্রার্থীদের মধ্যে ১৮ জনের মনোনয়ন বাতিল এবং একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার।

রাজশাহী-১ আসনে ছয়জন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বৈধ এবং তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন বিএনপির মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন, আমার বাংলাদেশ (এবি) পার্টির আব্দুর রহমান এবং জামায়াতে ইসলামীর অধ্যাপক মুজিবুর রহমান।

এই আসনে স্বতন্ত্র প্রার্থী আল সাআদের মনোনয়ন বাতিল করা হয়, কারণ তাঁর সমর্থকদের তালিকায় মৃত ভোটার পাওয়া গেছে এবং কয়েকজনকে শনাক্ত করা যায়নি। একইভাবে স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেকের আয়-ব্যয়ের হিসাবপত্রে স্বাক্ষর না থাকা এবং প্রয়োজনীয় ভোটার সমর্থনে গরমিল থাকায় তাঁর মনোনয়ন বাতিল হয়। গণ-অধিকার পরিষদের প্রার্থী মীর মোহাম্মদ শাহজাহানের ক্ষেত্রেও দলীয় সভাপতির স্বাক্ষরের অমিল পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়।

অন্যদিকে রাজশাহী-২ আসনে নয়জন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মিজানুর রহমান মিনু, জামায়াতে ইসলামীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেসবাউল ইসলাম এবং নাগরিক ঐক্যের শামসুল আলম।

এই আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিনের আয়-ব্যয়ের হিসাবপত্রে স্বাক্ষর না থাকা, সমর্থনকারী ভোটারদের অনিয়ম এবং মৃত ভোটারের নাম থাকায় মনোনয়ন বাতিল করা হয়। পাশাপাশি ঋণ খেলাপির কারণে লেবার ডেমোক্রেটিক পার্টির ওয়াহিদুজ্জামান এবং ভোটার সমর্থনে ত্রুটির জন্য স্বতন্ত্র প্রার্থী সালেহ উদ্দিনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজশাহী #নির্বাচন #জাতীয় সংসদ নির্বাচন #মনোনয়ন