জাতীয়

কারসাজি করে ব্যবসায়ীরা গ্যাসের দাম বাড়িয়েছে : জ্বালানি উপদেষ্টা

ফাইল ছবি

জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, দাম বৃদ্ধি সাময়িক। ধীরে ধীরে এটি কমে যাবে।এলপিজির দাম বাড়ানো ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট করা হচ্ছে। যাঁরা দোকান বন্ধ রেখেছেন, সেগুলোও খোলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন,  এলপিজি আমদানি করে বোতলজাত করা হয়। সে আমদানি গত মাসের তুলনায় এ মাসে বেশি। ফলে কোনো ঘাটতি হওয়ার কথা নয়। কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা আছেভবিষ্যতের জন্য জাহাজীকরণের সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

বাসাবাড়িতে গ্যাসের সংকট নিয়ে ফাওজুল কবির খান বলেন, ‘স্থানীয়ভাবে গ্যাসের স্থানীয় উৎপাদন আছে, আমদানিও করা হয়। কোনোটাই কম নয়। মনে রাখা দরকার যে শীতকালে গ্যাসের পাইপলাইনে সমস্যা থাকে। বিদেশে পাইপলাইনকেও হিট করে। এটার জন্য আমাদের গ্যাস সরবরাহে সমস্যা। যে পরিমাণ এলএনজি আনার কথা, সেই পরিমাণ এলএনজি আনা হচ্ছে।

আই/এ

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জ্বালানি উপদেষ্টা