আন্তর্জাতিক

ইউরোপজুড়ে তুষারঝড়ে বিপর্যয়: ছয়জনের মৃত্যু, শত শত ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপজুড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। এ পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এরমধ্যে, ফ্রান্সে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় পাঁচজন এবং বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন।

এছাড়া, তুষারঝড়ের কারণে ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। প্যারিসের শার্ল দ্য গল ও অরলি এবং আমস্টারডামের স্কিপহোল বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা পড়েছেন। শুধু স্কিপহোল বিমানবন্দরেই এক দিনে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়।

ফ্রান্সের কর্তৃপক্ষ আরও তুষারপাতের আশঙ্কায় জনগণকে অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বহু ট্রেন চলাচলও বাতিল বা বিলম্বিত হয়েছে। পরিস্থিতি আরও কয়েকদিন ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারি তুষারপাত #ইউরোপ #বিপর্যয় #ছয়জনের মৃত্যু