আন্তর্জাতিক

মুস্তাফিজ ইস্যু

বিসিসিআইয়ের সমালোচনা করলেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে না খেলানোর নির্দেশনা দেওয়ায় বিসিসিআইয়ের সমালোচনা করেছেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

মুখ্যমন্ত্রী বলেন, মতানৈক্য থাকলে ভারতের কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা বা লড়াই করা, ক্রিকেটারদের সঙ্গে নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ কখনও ভারতের ক্ষতি করেনি এবং দুই দেশের মানুষের সম্পর্ক বরাবরই ভালো।

উল্লেখ্য, আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিলেও রাজনৈতিক চাপের মুখে তাকে খেলাতে নিষেধাজ্ঞা দেয় বিসিসিআই। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আপত্তি জানায় এবং পাল্টা পদক্ষেপ হিসেবে দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আইপিএল #মুস্তাফিজুর রহমান #ওমর আবদুল্লাহ #জম্মু-কাশ্মির