আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পকে ‘স্যার’ ডেকেছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পকে ‘স্যার’ ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন দাবি করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির হাউস সদস্যদের উদ্দেশে দেয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার অর্ডার করেছিল, কিন্তু পাঁচ বছর পার হয়ে গেলেও সেগুলো এখনও সরবরাহ পায়নি।

এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে নরেন্দ্র মোদি তার সঙ্গে দেখা করার অনুমতি চান বলেও ট্রাম্প দাবি করেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মোদি তাকে সম্বোধন করে বলেন, “স্যার, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই।” এ সময় ট্রাম্প আরও বলেন, মোদি তার ওপর খুব একটা খুশি নন, কারণ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আরোপিত শুল্কের কারণে ভারতকে বাড়তি অর্থ দিতে হচ্ছে।

ট্রাম্পের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রীর মতো একজন নেতার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ‘স্যার’ বলে সম্বোধনের দাবি কূটনৈতিক শালীনতা ও বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছে। এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডোনাল্ড ট্রাম্প #নরেন্দ্র মোদি #যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট #আলোচনা