আন্তর্জাতিক

আমার নাচ স্ত্রীর পছন্দ নয়, নকল করতেন মাদুরো: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গ্রেফতারকৃত ভেনেজুলোর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জনসম্মুখে তার নাচের ভঙ্গি নকল করার চেষ্টা করতেন। তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প তার এই নাচ একদমই পছন্দ করেন না।  

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ওয়াশিংটনের নবনামকরণকৃত ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’-এ রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।  

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প ওই অনুষ্ঠানে মাদুরোকে একজন ‘সহিংস লোক’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি লাখ লাখ মানুষকে হত্যা ও নির্যাতন করেছেন। কারাকাসে একটি নির্যাতনকক্ষ ছিল। সেটি এখন বন্ধ করে দেয়া হচ্ছে।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডোনাল্ড ট্রাম্প #নিকোলাস মাদুরো #নাচের ভঙ্গি নকল #মেলানিয়া ট্রাম্প