ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি জানিয়েছেন, তার দেশে বিক্ষোভগুলোকে ইচ্ছাকৃতভাবে রক্তক্ষয়ী সংঘাতে রূপ দেয়া হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের অজুহাত তৈরি করতে এমন করা হয়েছিলো। কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।
সোমবার (১২ ডিসেম্বর) বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
এর আগে আরাঘচি জানিয়েছেন, দেশে শিগগিরই ইন্টারনেট চালু হবে।
বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, রোববার রাতে তেহরানের দুটি এলাকায় সীমিত পরিসরে বিক্ষোভ শুরু হলে নিরাপত্তা বাহিনী ছত্রভঙ্গ করে দেয়। তবে অন্যান্য শহর ও প্রদেশ ছিলো শান্ত।
এসএইচ//