মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেনমার্কের কৌশলগত আর্কটিক ভূখণ্ড গ্রিনল্যান্ডের দখল রাশিয়া বা চীনের নিয়ন্ত্রণে যাওয়া ঠেকাতে চান তিনি। একারনেই যুক্তরাষ্ট্রের সেটি অধিগ্রহণ করা প্রয়োজন।
রোববার (১১ জানুয়ারি) ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ান এ তিনি এ কথা বলেন।
এসময় আরো ট্রাম্প বলেন, ‘আমেরিকা গ্রিনল্যান্ড না নিলে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড নিয়ে নিবে। গ্রিনল্যান্ডের উচিত নিজেদের নিরাপত্তা ও ভবিষ্যতের স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি হওয়া।
অন্যদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেন জানিয়েছেন, ‘তারা আমেরিকান কিংবা ডেনিশ হতে চান না। গ্রিনল্যান্ডার থাকতে চান।’
এসএইচ//