আন্তর্জাতিক

ইরান ছাড়তে নাগরিকদের সতর্ক করলো অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানে চলমান নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের কারনে সেদেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। 

সোমবার (১২ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এখনও বাণিজ্যিকভাবে ইরান ছাড়ার সুযোগ আছে। তবে সেই সুযোগ সীমিত হয়ে আসছে। যে কোনো মুহূর্তে আকাশসীমা বন্ধ হতে পারে। বাণিজ্যিক ফ্লাইট বাতিল হতে পারে। তখন দেশ ত্যাগ করা প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে।

এছাড়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে আরও জানিয়েছে, যারা এই পরামর্শ উপেক্ষা করে ইরানে অবস্থান করবেন, তাদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #অস্ট্রেলিয়া #রাজনৈতিক অস্থিরতা #ইরান ত্যাগের নির্দেশ