রাজনীতি

বিএনপির ১৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, দলীয় পদে পুনর্বহাল

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত বিএনপির ১৩ নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের সাংগঠনিক পদ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলীয় হাইকমান্ড। বুধবার (১৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পর দলীয় নেতৃত্ব বিষয়টি পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এর ফলে তারা আবারও আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবেন।

পুনর্বহাল হওয়া নেতাদের মধ্যে রয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সিলেট জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি খোদেজা রহিম কলি এবং রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফরহাদ হোসেন অনু। তাদের পাশাপাশি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির সাবেক সভাপতি মো. এ কে আজাদ এবং মো. কামরুল হাসান জুয়েলসহ জেলার একাধিক নেতা দলে ফিরেছেন। কাহালু ও গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিটের আরও কয়েকজন নেতার বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে এবং তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদনকারীদের দলীয় আনুগত্য ও কর্মকাণ্ড যাচাই করেই কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

দলীয় নীতি ও আদর্শ অনুসরণ করে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে পুনর্বহাল হওয়া নেতাদের প্রতি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি