ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা ২ হাজার ৫৭১ জন ছাড়িয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। সংস্থাটির তথ্যমতে, অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন সরাসরি বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের আন্দোলনে রূপ নিয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরান থেকে শুরু হওয়া বিক্ষোভ ইসফাহান ও শিরাজসহ দেশের বিভিন্ন বড় শহরে ছড়িয়ে পড়েছে। তবে ইরান সরকার এখনো নিহতের সংখ্যা নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।
এদিকে ইরানের সামরিক কমান্ডার আবদুল রহিম মুসাভি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে আইএসের সদস্য মোতায়েন করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তেহরানের দাবি, বহিরাগত এসব গোষ্ঠী সাধারণ মানুষের বিক্ষোভকে সহিংসতায় রূপ দিচ্ছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আন্দোলনকারীদের হামলায় এ পর্যন্ত সাড়ে তিনশ মসজিদ ও দুইশ অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে বলেও জানানো হয়।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তাদের জন্য শিগগিরই সহায়তা আসবে। তিনি সতর্ক করেন বিক্ষোভকারীদের ওপর হামলাকারীদের চরম মূল্য দিতে হবে। সেইসাথে এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণে রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ইরানের মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন গত কয়েক দশকের মধ্যে দেশটির সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট হিসেবে বিবেচিত হচ্ছে।
এসএইচ//