আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরান সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানা হবে। একই সঙ্গে যেসব দেশ এসব ঘাঁটি আশ্রয় দিয়েছে, তারাও ঝুঁকির মুখে পড়বে বলে বার্তা দিয়েছে তেহরান।

বুধবার (১৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়। রয়টার্সের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে এ বিষয়ে আগেই অবহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে সংশ্লিষ্ট দেশগুলোর ভেতরে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হবে—এমন স্পষ্ট বার্তাও দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, তেহরান আঞ্চলিক দেশগুলোকে অনুরোধ করেছে, তারা যেন ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে যুক্তরাষ্ট্রকে বিরত রাখে।

এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে রক্তপাতের ঘটনায় সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের পর শুরু হওয়া বর্তমান আন্দোলনকে ইরানের সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। মূল্যস্ফীতি, বেকারত্ব ও তীব্র অর্থনৈতিক সংকটের প্রতিবাদ থেকে শুরু হয়ে এ আন্দোলন দ্রুত রাজনৈতিক দাবিতে রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ ইতোমধ্যে দেশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, চলমান সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি অন্তত ১২ জন শিশু রয়েছে। তবে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র