ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরানের সঙ্গে সব বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠানগুলো দখলে প্ররোচিত করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, ‘ইরানি দেশপ্রেমিকরা, প্রতিবাদ চালিয়ে যান। প্রতিষ্ঠানগুলো দখল করে নিন। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংগ্রহে রাখুন। শীঘ্রই মার্কিন সহায়তা পৌঁছাবে।
ট্রাম্প জানিয়ে দেন, হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনায় বসবেন না ওয়াশিংটন।
এসএইচ//