ইরানে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দণ্ডপ্রাপ্ত তরুণ এরফান সোলতানি–এর মৃত্যুদণ্ড আপাতত কার্যকর করা হচ্ছে না। বুধবার (১৪ জানুয়ারি) নির্ধারিত সময় অনুযায়ী ফাঁসি কার্যকরের কথা থাকলেও তা স্থগিত রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন হেনগো এবং সোলতানির পরিবার।
নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এরফানের এক স্বজন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–কে জানান, নির্ধারিত দিনে সকালে ফাঁসি কার্যকর হয়নি। তবে তিনি স্পষ্ট করে বলেন, সাজা বাতিল হয়নি—পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে পরিবার।
মানবাধিকার সংগঠন হেনগোর তথ্য অনুযায়ী, ২৬ বছর বয়সী এরফানকে গেল ৮ জানুয়ারি নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের মাত্র চার দিনের মধ্যেই পরিবারকে জানানো হয়েছিল যে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারিত হয়েছে—যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করে।
এদিকে একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ইরানে ফাঁসি কার্যকরের কোনো পরিকল্পনা নেই। তবে তিনি এ দাবির নির্দিষ্ট সূত্র প্রকাশ করেননি।
মৃত্যুদণ্ড আপাতত স্থগিত থাকলেও মামলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলে জানিয়েছে পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো।
এমএ//