আন্তর্জাতিক

ইরানে মার্কিন হামলা নিয়ে নিজেদের অবস্থান জানালো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

আমেরিকা ইরানে সামরিক হামলা করলে সৌদি আরব তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

বুধবার (১৪ জানুয়ারি) সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ‘সৌদি আরব সরাসরি তেহরানকে জানিয়েছে, যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপের অংশ সৌদী আরব হবে না। ইরানে হামলা করতে সৌদী আরবের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না। এই বার্তা ইরানকে জানিয়ে দেয়া হয়েছে।’

উল্লেখ্য, সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটি আছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আমেরিকা #ইরানে হামলা #সৌদি আরব