রাজধানীর মিরপুরে সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত মার্কেট থেকে এক যুবকের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে দুই দিন আগে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে মিরপুরের প্যারিস রোডে অবস্থিত ছয়তলা পরিত্যক্ত ওই মার্কেটের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা ভবনটি থেকে দুর্গন্ধ বের হলে তারা ভেতরে গিয়ে মরদেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ আসার পর সেনাবাহিনীর সহায়তায় ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে নিশ্চিত হওয়া যায় যে এটি একটি মানুষের মরদেহ। পরে সেটি উদ্ধার করে নেওয়া হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত যুবকের নাম সুমন। তিনি মিরপুরের একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন এবং গেল ১২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা জানান, সুমনের সঙ্গে কারও শত্রুতা ছিল না।
নিহতের স্বজনরা বলেন, নিখোঁজের রাতে পরিবারের লোকজন তাকে বারবার ফোন করলেও তিনি সাড়া দেননি। ভোরের দিকে তার ফোন বন্ধ হয়ে যায়। পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরিবার জানায়, সুমন ছিলেন শান্ত ও নিরীহ স্বভাবের মানুষ।
এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত মার্কেটটি দীর্ঘদিন ধরেই অপরাধীদের আড্ডাস্থল হয়ে উঠেছে এবং সেখানে আগেও একাধিক অপরাধ ও হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয়দের দাবি, ভবনটি দ্রুত সংস্কার বা ভেঙে ফেলা না হলে এমন ঘটনা আবারও ঘটতে পারে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমগীর জাহান জানান, নিহত সুমনের বাড়ি বরিশালের মুলাদি উপজেলায়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং শিগগিরই হত্যাকাণ্ডের বিস্তারিত উদঘাটনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এমএ//