আন্তর্জাতিক

ভারতের শুল্ক প্রত্যাহারে ট্রাম্পকে চিঠি দুই মার্কিন সিনেটরের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

আমেরিকার ডাল জাতীয় শস্যে ভারতের আরোপিত ৩০ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারে ভারতকে বাধ্য করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন দুজন মার্কিন সিনেটর।

সোমবার (১৯ জানুয়ারি) রিপাবলিকান সিনেটর স্টিভ ডেইনস এবং কেভিন ক্রেমার তাদের চিঠিতে বলেছেন, আমেরিকার মন্টানা এবং উত্তর ডাকোটা রাজ্য ডাল ও মটরশুঁটি উৎপাদনের প্রধান কেন্দ্র। ভারত বিশ্বের মোট চাহিদার প্রায় ২৭ শতাংশ ডাল কিনে। ভারতীয় শুল্কের কারণে আমেরিকার কৃষকরা ক্ষতিগ্রস্থ হবেন।

উল্লেখ্য, গেল বছর ৩০ অক্টোবর ভারত সরকার আমেরিকান হলুদ মটরশুঁটির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করে। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের জবাবে নয়াদিল্লি এই পদক্ষেপ নিয়েছিল।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #আমেরিকা #ভারত #শুল্ক #আমদানি শুল্ক #ডোনাল্ড ট্রাম্প