আন্তর্জাতিক

পহেলা ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যের সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যের সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এনবিসি নিউজকে এমন সিদ্ধান্ত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউরোপের উচিত গ্রিনল্যান্ড বাদ দিয়ে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের দিকে বেশি মনোযোগ দেয়া।

এসময় তিনি আরো জানিয়েছেন, পহেলা জুন থেকে যুক্তরাজ্যের পণ্যে শুল্কের হার হবে ২৫ শতাংশ। ডেনমার্ক যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রির চুক্তি না করা পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে।

উল্লেখ্য, এই প্রক্রিয়া ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পহেলা ফেব্রুয়ারি #যুক্তরাজ্য #শুল্ক #ট্রাম্প