আন্তর্জাতিক

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পকে সতর্ক করলো ডেনমার্ক

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেছেন, হুমকি দিয়ে গ্রিনল্যান্ডের মালিক হওয়া সম্ভব নয়। স্কাই নিউজকে তিনি আরো বলেন, কিছু সীমারেখা অতিক্রম করা যাবে না।

এ প্রসঙ্গে ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশে থাকবে ন্যাটো।

এদিকে, আগামী বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জরুরি শীর্ষ বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি নিয়ে সেখানে আলোচনা হবে।

অপরদিকে ইইউ'র পররাষ্ট্রনীতি প্রধান কায়া ক্যালাস বলেছেন, গ্রীল্যান্ড নিয়ে তাদের অবস্থানে অটল থাকবেন তারা। 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেনমার্ক #লার্স লোক্কে #হুমকি #গ্রিনল্যান্ড #যুক্তরাষ্ট্র