ইরানে হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২১ জানুয়ারি) প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, সুনির্দিষ্ট সামরিক পরিকল্পনা বা ‘অপশন’ দিতে হোয়াইট হাউস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তাগিদ দিচ্ছেন তিনি।
ট্রাম্পের এ নির্দেশে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা সৃস্টি হয়েছে। প্রেসিডেন্টের নির্দেশ পাওয়ার পর হোয়াইট হাউস এবং পেন্টাগন কৌশল নির্ধারণ করেছে।
এই পরিকল্পনায় ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা এবং বর্তমান সরকার পতনের ছক আছে। বিকল্প হিসেবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে সীমিত আকারে আকাশপথে হামলার বিষয়টিও বিবেচনায় আছে।
এসএইচ//