আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা করলে সর্বস্ব দিয়ে পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে সর্বশক্তি দিয়ে পাল্টা হামলা চালানো হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বুধবার (২১ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল-এ প্রকাশিত এক মতামত কলামে তিনি বলেন, ২০২৫ সালের জুনে ইরান যে সংযম দেখিয়েছিল, এবার তা দেখানো হবে না।

তার ভাষায়, নতুন হামলার শিকার হলে ইরানের শক্তিশালী সামরিক বাহিনীর ওপর কোনো সীমাবদ্ধতা থাকবে না।

আরাগচি আরও বলেন, একটি পূর্ণমাত্রার যুদ্ধ দীর্ঘ ও ভয়াবহ হবে। যা পুরো মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বব্যাপী সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইরান #হামলা #হুঁশিয়ারি #আব্বাস আরাগচি