পারিবারিক কলহের কারনে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে ভারতীয় বংশোদ্ভূত ৫১ বছর বয়সী বিজয় কুমার তার স্ত্রী এবং আরও তিন আত্মীয়কে গুলি করে হত্যা করেছে। এ সময় ঘরের ভেতরে থাকা তিনজন শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।
শনিবার (২৪ জানুয়ারি) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে লরেন্সভিল শহরের বাড়িতে এ হত্যাকান্ড ঘটে।
পুলিশ আইভি কোর্ট এলাকার ওই বাড়ি থেকে অভিযুক্ত বিজয় কুমারকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ফোর কাউন্টস অব মার্ডার এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে।
এসএইচ//