জাতীয়

নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন শহীদ ওসমান হাদির ভাই

নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদি।  শনিবার (২৪ জানুয়ারি) রাতে তিনি রাজধানীর শাহবাগ থানায় জিডিটি করেন।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিডিতে শরীফ ওমর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করেছেন, তবে কোনো নির্দিষ্ট হুমকি বা ঘটনার বিবরণ দেননি। পুলিশ জানিয়েছে, বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জিডির আগে শনিবার সন্ধ্যায় শরীফ ওমর তার ফেসবুক অ্যাকাউন্টে শহীদ ওসমান হাদি ও তাদের মায়ের একটি ছবি পোস্ট করেন। পোস্টে তিনি আবেগঘন ভাষায় লেখেন, ‘আমি ওসমান হাদির ভাই প্রমাণ করার জন্য একটি ছবি পেয়েছি। ভাই, তোমরা হাদির যা ছিল সব নিয়ে নাও, এমনকি তার স্ত্রীকেও—শুধু আমার সন্তানটাকে আমাকে দাও, আমি তাকে নিয়ে ইউকে চলে যেতে চাই নিরাপদে।’

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর প্রতিক্রিয়ায় শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা কমেন্ট করে লেখেন, ‘আপনি ইউকে যাবেন ভালো কথা, কিন্তু আমার সন্তানকে নিয়ে কেন টানাটানি? ফিরনাস ছাড়া আমার আর কিছু নেই।’ তিনি আরও জানান, সন্তানকে দেখাশোনার জন্য তিনি সরকারের চাকরির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন।

বিষয়টি আরও আলোচনায় এলে শরীফ ওমর পোস্টটি মুছে দেন। পরে রাবেয়া ইসলাম সম্পা ওই পোস্টের স্ক্রিনশট নিজের ফেসবুকে শেয়ার করে লেখেন, ‘ওসমান হাদির স্ত্রী কোনো বস্তু নয় যে কেউ চাইলে নিয়ে যাবে। আর ফিরনাসের বাবা একজনই—শহীদ ওসমান হাদি।’ এই পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরবর্তীতে সম্পাও ওই পোস্টটি মুছে দেয়।

উল্লেখ্য, গেল ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার শরীফ ওমরকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে তিন বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেয়। এর আগে তার নিরাপত্তায় সরকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবহন পুল থেকে একটি গাড়ি ও একজন গানম্যান সরবরাহ করেছিল।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #জিডি #ওসমান বিন হাদি #হাদি #ওমর বিন হাদি