ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দেশে হিন্দু-বৌদ্ধসহ অন্যান্য ধর্মের মানুষেরা আছে। ধর্ম টেনে আনলে পক্ষপাতিত্ব হয়ে যাবে। রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয়।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাও মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, ‘হিন্দু ভাই-বোনরা অনেক সময় বলেন নিরাপত্তার সমস্যা। তারা বলেন জিতলেও আমাদের মারেন হারলেও আমাদের মারেন। পরিবর্তন করতে হবে। হিন্দু ভাই-বোনদেরকে বলতে চাচ্ছি আপনার আগে নিজেরা শক্ত হন। বুকের মধ্যে সাহস আনুন’।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির পার্থক্য হলো, বিএনপি পরীক্ষিত দল। আমাদেরকে আপনারা সবাই চেনেন। ক্ষমতায় এলে মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কার্ড দিয়ে ন্যাযমূল্যে চাল-ডাল, আটা পাবেন। হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন। সন্তানদের শিক্ষায় ভূমিকা রাখতে পারবেন। কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। সার-বীজ ন্যায্যমূল্যে পাওয়া যাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন রাতে একটু আরাম করে ঘুমাতে পারে। আগে কেউ ঘরে ঘুমাতে পারতো না। পুলিশের ভয়ে, খোলা মাঠে ঘুমাতো। এখন সকলের দায়িত্ব সুন্দর একটা দেশ তৈরি করা। ভালো দিন তৈরি করা। পাল্টা মামলা বাজি না করা। ওরা মামলা বাজি করেছে বলে বিএনপি যে পাল্টা মামলাবাজি করব সেটা যেন না হয়।
এসময়ে দলের কেউ ভবিষ্যতে দুর্বৃত্তায়নে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।
আই/এ