আর্কাইভ থেকে ফুটবল

৩৪ বছর পর কোপার শিরোপা জিতলো সোসিয়েদাদ

৩৪ বছর পর কোপার শিরোপা জিতলো সোসিয়েদাদ

তিন দশকেরও বেশি সময়ের শিরোপা খরা কাটিয়ে শিরোপার মুখ দেখলো রিয়াল সোসিয়েদাদ। স্প্যানিশ কোপা দেল রের ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওকে ন্যূনতম ব্যবধানে পরাজিত করে শিরোপা ঘরে তোলে।

শনিবার রাতে সেভিয়ার মাঠ লা কারতুহা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১-০ গোলে জিতে সোসিয়েদাদ। দলের পক্ষে একমাত্র গোল করেন মিকেল ওইয়ারজাবাল।

১৯৮৬-৮৭ মৌসুমে স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছিল সোসিয়েদাদ। ঠিক ৩৪ বছর পর আবারও শিরোপা জয়ের উল্লাসে মাতলো দলটি। 

মাঝে রিয়াল সোসিয়েদাদ ২০০৯-১০ মৌসুমে ‘বি’ লিগে সেরা হয়েছিল তবে তা মেজর কোনো শিরোপা নয়।
 
১৯০৯ সালে কোপা দেল রের শিরোপা জয়ী দলটির এটি তৃতীয় কোপা দেল রের শিরোপা।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন ৩৪ | বছর | কোপার | শিরোপা | জিতলো | সোসিয়েদাদ