আর্কাইভ থেকে জাতীয়

সব বীর মুক্তিযোদ্ধা পাবেন উৎসব-নববর্ষ-বিজয় দিবস ভাতা

সব বীর মুক্তিযোদ্ধা পাবেন উৎসব-নববর্ষ-বিজয় দিবস ভাতা

খেতাবপ্রাপ্ত বীর সকল মুক্তিযোদ্ধাদের ১০ হাজার টাকা করে বছরে ২টি উৎসব ভাতা দেয়া হবে।

এছাড়া খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে বাংলা নববর্ষ ভাতা হিসেবে দুই হাজার টাকা করে প্রদান করা হবে।

সেইসাথে খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা জীবিত আছেন তাদেরকে বিজয় দিবস ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা দেয়া হবে।

সোমবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন বীর | মুক্তিযোদ্ধা | পাবেন | উৎসবনববর্ষবিজয় | দিবস | ভাতা