আর্কাইভ থেকে জাতীয়

ত্রুটিপূর্ণ সেতুর কারণে শীতলক্ষ্যায় লঞ্চটি ডুবে গেছে: নৌপ্রতিমন্ত্রী

ত্রুটিপূর্ণ সেতুর কারণে শীতলক্ষ্যায় লঞ্চটি ডুবে গেছে: নৌপ্রতিমন্ত্রী

ত্রুটিপূর্ণ সেতুর কারণে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় মালবাহী জাহাজের ধাক্কায় লঞ্চ ‘সাবিত আল হাসান’ ডুবে গেছে, অদূর ভবিষ্যতে সেখানে আরও লঞ্চ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার সচিবালয়ে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌ-প্রতিমন্ত্রী বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রথমে ভেবেছিলাম কালবৈশাখী ঝড়ের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে আমার কাছে মনে হয়েছে, সেখানে যে ব্রিজটি রয়েছে, সেটি বিজ্ঞানসম্মতভাবে স্থাপন করা হয়নি। সেতুর পিলারগুলো চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সেই কারণে দুর্ঘটনা ঘটতে পারে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগে কালবৈশাখী ঝড় কিংবা বিভিন্ন কারণে দুর্ঘটনা হতো। আমরা এগুলোর উন্নতি সাধন করেছি। আমরা চেষ্টা করবো, তদন্ত রিপোর্ট যথাযথ সময়ে আপনাদের সামনে নিয়ে আসার। এছাড়া তদন্ত রিপোর্টের যেন যথাযথ প্রয়োগ ও আইনগত ব্যবস্থা নেয়া হয় সে ব্যাপারে আমরা সবসময়ই প্রস্তুত আছি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলামসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ত্রুটিপূর্ণ | সেতুর | কারণে | শীতলক্ষ্যায় | লঞ্চটি | ডুবে | গেছে | নৌপ্রতিমন্ত্রী