আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ২৯ লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে করোনায়  মৃত্যু  ২৯ লাখ ছাড়িয়েছে

প্রাণঘাতী করোনায় প্রতিদিনই আক্রান্ত আর মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। প্রতিদিনই নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই বাড়ছে ইউরোপের দেশগুলোতে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশেষ করে ভারত, ফ্রান্স ও ইতালিতে ভয়াবহ অবস্থা ধারণ করেছে করোনা। আজও আক্রান্ত প্রায় সাড়ে ছয় লাখ। মৃতের সংখ্যা  সাড়ে ২৯  লাখ  ছাড়িয়েছে।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে একদিনেই আক্রান্ত ৬ লাখ ৫০ হাজার ৭২৩ জন। মোট আক্রান্ত ১৩ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ৫৬৬ জন। একদিনে মারা গেছে ১২ হাজার ৯৫৭ জন। মোট মৃতের সংখ্যা ২৯ লাখ ৯০৯ জন। এসময়ে মোট সুস্থ হয়েছে ১০ কোটি ৭৮ লাখ ১ হাজার।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ৩ কোটি ১৬ লাখ ৩৭ হাজার। মোট মারা গেছে ৫ লাখ ৭২ হাজার ৪৯ জন। একদিনে আক্রান্ত  ৭৫ হাজার ১৬৩ জন।  

করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ভারতের অবস্থান তৃতীয়। তবে দেশটিতে দৈনিক আক্রান্তের হার বর্তমানে সবচেয়ে বেশি। গেলো ২৪ ঘণ্টার হিসাবে দেশটিতে একদিনে আক্রান্ত ১ লাখ ২৬ হাজার হাজার ৩১৫। মোট আক্রান্ত ১ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৬১ জন। মোট মারা গেছে ১ লাখ ৬৬ হাজার ৮৯২ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত ১ কোটি ৩১ লাখ ৯৭ হাজার ৩১ জন। মোট মারা গেছে ৩ লাখ ৪১ হাজার ৯৭ জন। একদিনে আক্রান্ত ৯০ হাজার ৯৭৩ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বজুড়ে | করোনায় | | মৃত্যু | | ২৯ | লাখ | ছাড়িয়েছে