আর্কাইভ থেকে দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় খোলা আকাশের নিচে চলছে পৌরসভার কার্যক্রম

ব্রাহ্মণবাড়িয়ায় খোলা আকাশের নিচে চলছে পৌরসভার কার্যক্রম

হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে খোলা আকাশে নিচে চলছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কার্যক্রম। পৌরভবনের সামনের সড়কে অস্থায়ী কার্যালয় বানিয়ে কাজ করছেন পৌর কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পৌরসভা ভবনের সামনে খোলা আকাশের নিচে অফিস করতে দেখা গেছে মেয়র ও কাউন্সিলরদের। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ থেকে ২৮ মার্চ  তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থরা। এসময় পৌর কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রাস্তায় বসে দায়িত্ব পালন করছেন মেয়র। 

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবির বলেন, এ অবস্থায় নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা চালুর চেষ্টা চলছে। পৌর সচিব মো. শামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী মো. কাউসার আহমেদ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মো. কাউসারসহ অন্যান্যদের রাস্তায় বসে অফিস করতে দেখা গেছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রাহ্মণবাড়িয়ায় | খোলা | আকাশের | নিচে | চলছে | পৌরসভার | কার্যক্রম