আর্কাইভ থেকে এশিয়া

সৌদি আরবে তিন সেনার মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে তিন সেনার মৃত্যুদণ্ড কার্যকর

উচ্চ পর্যায়ের রাষ্ট্রদ্রোহ এবং শত্রুর সঙ্গে আঁতাতের অভিযোগে সেনাবাহিনীর তিন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির উদ্বৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, একটি বিশেষ আদালতে সুষ্ঠু বিচারের পর তিন সেনার মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। তবে দণ্ডপ্রাপ্তরা কোন ধরনের শত্রুর সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছিল সে বিষয়ে কিছু জানায়নি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে কার্যকর করা হয় তিন সেনার মৃত্যুদণ্ড। এই প্রদেশে ছয় বছরের বেশি সময় ধরে ইরানের মদদপুষ্ট হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে সৌদি আরব।  

সৌদি আরবের মানবাধিকার কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গেল বছর দেশটিতে ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগের বছর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল রেকর্ড ১৮৫ জনের।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন সৌদি | আরবে | তিন | সেনার | মৃত্যুদণ্ড | কার্যকর