আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনায় আক্রান্ত ফরিদা পারভীন

করোনায় আক্রান্ত ফরিদা পারভীন

করোনায় আক্রান্ত হয়েছেন প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর।

তিনি বলেন, কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন আম্মা। গত ৭ এপ্রিল তার করোনা টেস্ট করা হয়। ৮ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ তত্বাবধানে আম্মার চিকিৎসা চলছে। সবাই আম্মার সুস্থতার জন‌্য দোয়া করবেন।

ফরিদা পারভীনকে বলা হয় লালন কন্যা। লালন ফকিরের গান গেয়ে তিনি দেশে-বিদেশে খ্যাতি পেয়েছেন। তবে ক্ল‌্যাসিক ও আধুনিক গানেও তিনি নন্দিত।

১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক অর্জন করেন। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই শিল্পী।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন করোনায় | আক্রান্ত | ফরিদা | পারভীন