আর্কাইভ থেকে ইউরোপ

রমজানে কুরআনের ৯০ হাজার কপি ও ইফতার বিতরণ করবে তুরস্ক

রমজানে কুরআনের ৯০ হাজার কপি ও ইফতার বিতরণ করবে তুরস্ক

করোনা মহামারির প্রাদুর্ভাবের মধ্যেই ১৪৪২ হিজরির রমজান মাসে বিশ্বের প্রায় ৩৬টি দেশে পবিত্র কুরানুল কারিমের পাণ্ডুলিপি বিতরণ করবে তুরস্ক। কুরআনের কপি বিতরণের এ উদ্যোগ নিয়েছে দেশটির ধর্মমন্ত্রণালয়।

আনাদোলু এজেন্সি জানায়, কুরআন নাজিলের মাসে বেশি বেশি কুরআন অধ্যয়ন ও কুরআনের আলোকে জীবন গড়ার জন্য এ উদ্যোগ নিয়েছে তুরস্কের ধর্মমন্ত্রণালয়। গেল পাঁচ বছরের মতো এবারও বিশ্বের ৩৬টি দেশের ঘরে ঘরে কুরআনের কপি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে তুর্কি ধর্ম মন্ত্রণালয়।

তুরস্কের ধর্ম মন্ত্রণালয় জানায়, চলতি বছর আফ্রিকা মহাদেশের দারিদ্র্যপীড়িত ৩৬টি দেশে কুরআনের ৯০ হাজার কপি বিতরণ করা হবে। কুরআনুল কারিমের পাণ্ডুলিপি বিতরণের পাশাপাশি ওই সব দেশের গরিব মানুষের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন রমজানে | কুরআনের | ৯০ | হাজার | কপি | ও | ইফতার | বিতরণ | করবে | তুরস্ক