আর্কাইভ থেকে বাংলাদেশ

লকডাউনের দ্বিতীয় দিনে যান চলাচল বেড়েছে

লকডাউনের দ্বিতীয় দিনে যান চলাচল বেড়েছে

কঠোর লকডাউনের আজ দ্বিতীয় দিন। সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে যানবাহনের বেশ চাপ রয়েছে। এছাড়া সাধারণ মানুষের চলাচলও অনেক বেড়েছে ।

সকাল থেকে রাজধানীতে প্রবেশ পথ গাবতলীতে ঢাকার প্রবেশ এবং বের হওয়ার উভয় পয়েন্টেই গাড়ির দীর্ঘ সারি চোখে পড়েছে। পুলিশের পক্ষ থেকেও সাধারণ মানুষের বাইরে বের হওয়ার কারণ কঠোরভাবে যাচাই-বাছাই করতে দেখা যায়। রাজধানীর প্রতিটি মোড়ে পুলিশের সক্রিয় অবস্থান দেখা গেছে।

তবে প্রধান সড়কগুলোতে পুলিশের সক্রিয় অবস্থান দেখা গেলেও নেই পাড়া-মহল্লায়। এতে করে অনিয়মের বিষয়টি বেশি লক্ষ করা গেছে পাড়া-মহল্লায়। সেখানে অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে ঘরের বাইরে বের হলেও বিষয়টি তদারকি করতে দেখা যায়নি তেমন কাউকেই।

এদিকে, গার্মেন্টসসহ জরুরি কাজে পরিচালিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কোম্পানির পক্ষ থেকে পরিবহন ব্যবস্থা না থাকায় অনেককেই পড়তে হচ্ছে ভোগান্তিতে।

করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে ১৪ এপ্রিল (বুধবার) থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এ সময় জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা বলা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলছে শিল্প কলকারখানা। ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন লকডাউনের | দ্বিতীয় | দিনে | যান | চলাচল | বেড়েছে