আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনায় আক্রান্ত রাহুল গান্ধী

করোনায় আক্রান্ত রাহুল গান্ধী

ভারতের অন্যতম প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা ৫০ বছর বয়সী রাহুল গান্ধী করোনা আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার এক টুইট বার্তায় কংগ্রেসের করোনায় আক্রান্ত হওয়ার কথা নেতা নিজেই জানিয়েছেন।

টুইটে তিনি বলেছেন, ‌শরীরে করোনার সামান্য উপসর্গ দেখা দিয়েছে। করোনা পজিটিভ কিনা তার জন্য টেস্ট করিয়েছিলাম। এতে আমার কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে।

তিনি আরও জানান, সম্প্রতি আমার সংস্পর্শে যারা এসেছিলেন, দয়া করে সুরক্ষাবিধি মেনে চলুন ও নিরাপদ থাকুন।

কংগ্রেসের সূত্রানুশারে, বর্তমানে রাহুল গান্ধী ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে বাসায় আইশোলেসনে আছেন। গত ১২ দিন ধরে তিনি তার মা কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করছেন না। এমনকি গত পাঁচদিন ধরে বোন প্রিয়াঙ্কা গান্ধী সঙ্গেও স্বাক্ষাৎ করেননি তিনি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন করোনায় | আক্রান্ত | রাহুল | গান্ধী