আর্কাইভ থেকে ক্রিকেট

তামিমের ২৯তম ফিফটিতে এগুচ্ছে বাংলাদেশ

তামিমের ২৯তম ফিফটিতে এগুচ্ছে বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের পাল্লেকেলেতে প্রথম টেস্টের প্রথম দিনে শুরুতেই উইকেট হারালেও সেই ধাক্কা সামলে উঠেছে বাংলাদেশ। এতে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ তামিম ইকবাল। ওয়ানডে মেজাজে খেলে ইতোমধ্যে টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে নিয়েছেন তিনি। 

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ১০৬ রান। তামিম ইকবাল ৭২ বলে ৬৫ রান ও নাজমুল হোসেন শান্ত ৮৬ বলে ৩৭ রান করে অপরাজিত আছেন। 

এর আগে সকালে টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানের মাথায় ওপেনার সাইফ হাসান কোনও রান না করেই বিশ্ব ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। 

বুধবার পাল্লেকেলে স্টেডিয়ামে খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে দেশের প্রথম ক্রীড়া চ্যানেল টি-স্পোর্টস ও গাজী টেলিভিশন। এছাড়া মোবাইলে দেখতে পারবেন গাজী টেলিভিশনের পার্টনার র‍্যাবিটহোলবিডির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ দলের মূল একাদশে খেলানো হচ্ছে তিন পেসার। পাল্লেকেলের ২২ গজে পেসাররা সুবিধা পাবেন এমন ধারণা আগে দিয়ে রেখেছিলেন মুমিনুল হক। তাইতো দল বাছাইয়ে পেসারদের অগ্রাধিকার দিয়েছেন। দলে রয়েছেন দুইজন স্পিনারও। এছাড়াও দলে রয়েছে ছয়জন স্পেশালিস্ট ব্যাটসম্যান।   

তাসকিন সর্বশেষ ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছিলেন। বাংলাদেশ দলে বাকি দুই পেসার আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা হলেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট একই মাঠে হবে ২৯ এপ্রিল। দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যদিও ম্যাচের ফল টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে কোনো প্রভাব ফেলবে না।

এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ। সেখানে বাংলাদেশ নিজেদের শততম টেস্টে লঙ্কানদের হারিয়েছিল। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র হয়েছিল।

বাংলাদেশের স্কোয়াড
তামিম ইকবাল খান, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি ও এবাদত হোসেন চৌধুরী।

শ্রীলঙ্কা স্কোয়াড
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, ওসাদা ফার্নান্দো, পাথুম নিশানকা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন তামিমের | ২৯তম | ফিফটিতে | এগুচ্ছে | বাংলাদেশ