আর্কাইভ থেকে জাতীয়

আগামী বাজেট হবে দরিদ্র মানুষের জন্য: অর্থমন্ত্রী

আগামী বাজেট হবে দরিদ্র মানুষের জন্য: অর্থমন্ত্রী

আগামী বাজেট হবে দেশের দরিদ্র মানুষের জন্য।গরিব মানুষকে দারিদ্রতা থেকে মুক্ত করতে কাজ করছে সরকার। বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার দুপুরে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আমাদের আগামী বাজেট নিবেদিত থাকবে দেশের দরিদ্র মানুষের জন্য। দরিদ্ররাই অগ্রাধিকার পাবে। আমাদের লক্ষ্য হচ্ছে যারা ছিন্নমূল গরিব তারা গরিব হবে আর  যারা গরিব তাদেরকে আমরা মূলস্রোতধারায় নিয়ে আসব। আর সেভাবেই আমরা কাজ শুরু করেছি।

মন্ত্রী আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীদের যে আইডিটাকার্ড বা মাধ্যম রয়েছে অনেক ক্ষেত্রে সেটি ট্রান্সফারের উপযুক্ত থাকে না। তাই একটু দেরি হয়। কিন্তু যাদেরকে আমরা এবার আড়াই হাজার টাকা করে দেবো, সেই টাকা সরাসরি ট্রান্সফার করবো। তাই সিস্টেম ডেভেলপ করতে হবে। আর একবার যদি সিস্টেমে চলে আসে তাহলে ভবিষ্যতে কাজটি আরও সহজ হয়ে যাবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন আগামী | বাজেট | হবে | দরিদ্র | মানুষের | জন্য | অর্থমন্ত্রী