আর্কাইভ থেকে শিক্ষা

ঢাবিতে সেমিস্টারের সময় কমানোর পরিকল্পনা

ঢাবিতে সেমিস্টারের সময় কমানোর পরিকল্পনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় মাসের সেমিস্টার চার মাস করার পরিকল্পনা চলছে। এদিকে বছরভিত্তিক সেশনকে আট মাস করারও আলোচনা চলছে। এছাড়া, যেসব পরীক্ষা এখনও বাকি আছে ও এগুলোর ফলাফল দ্রুত প্রকাশের বিষয়েও আলোচনা হচ্ছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, করোনার ফলে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতেই এ ধরনের পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি বাস্তবায়ন হলে করোনার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করেন শিক্ষকরাও। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, করোনার কারণে শিক্ষাখাতে ক্ষতি তুলনামূলকভাবে বেশি। শিক্ষার্থীদের সেশনজট কাটানোর সম্ভাব্য উপায়গুলো নিয়ে আমাদের আলোচনা চলছে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে করোনার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাবিতে | সেমিস্টারের | সময় | কমানোর | পরিকল্পনা