আর্কাইভ থেকে ফুটবল

কাদিজকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল

কাদিজকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল

কাদিজকে হারিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রিয়াল মাদ্রিদ। নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে আসে লস ব্ল্যাংকসরা।

শুরুর দিকে ছন্দহীন ফুটবল খেললেও সময় গড়ানোর সাথে সাথে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। ১০ মিনিটের মধ্যে কাদিজের জালে তিনবার বল পাঠিয়ে দারুণ জয় তুলে নেয় গ্যালাকটিকোরা।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচটি রিয়ালের পক্ষে জোড়া গোল করেন করিম বেনজেমা, অন্যটি আলভারো ওদ্রিওজোলার।

গেটাফের বিপক্ষে রক্ষণে বাড়তি মনোযোগ দিতে গিয়ে মাঝমাঠ হারিয়েছিল রিয়াল। লুকা মদ্রিচ ও টনি ক্রুসকে ছাড়া এদিনও প্রথমার্ধে সেখানে তেমন উন্নতির দেখা মেলেনি। শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও ম্যাচে প্রথম উল্লেখযোগ্য সুযোগ তৈরি করে কাদিজ। দ্বাদশ মিনিটে মিডফিল্ডার হায়রো ইসকুয়ের্দোর নেয়া শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক কোর্তোয়া।

রিয়াল ধীরে ধীরে বলের নিয়ন্ত্রণ হারাতে থাকে। যাতে করে তেমন চাপ দিতে পারছিল না। এর মাঝেই ৩০তম মিনিটে বেনজেমার সফল স্পট কিকে এগিয়ে যায় তারা। ডি-বক্সে ভিনিসিয়াসকে পেছন থেকে ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোল পেয়ে যেন ছন্দ ফিরে পায় রিয়াল। সাত মিনিটের ব্যবধানে আরও দুবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।

৩৩তম মিনিটে গোছালো আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। বাঁ দিকে ডি-বক্সে একজনকে কাটিয়ে ডান পোস্টে বেনজেমার ক্রস হেডে লা লিগায় নিজের প্রথম গোল করেন রাইট-ব্যাক ওদ্রিওজোলা। ৪০তম মিনিটে ডান দিক থেকে কাসেমিরোর ক্রস ফাঁকায় পেয়ে নিখুঁত হেডে স্কোরলাইন ৩-০ করেন বেনজেমা। আসরে ২১ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় দুইয়ে উঠলেন ফরাসি ফরোয়ার্ড। ২৩ গোল নিয়ে শীর্ষে লিওনেল মেসি।

৩২ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ৭০। সমান পয়েন্ট ৩১ ম্যাচ খেলা অ্যাথলেটিকোর। লেভান্তেকে ১-০ গোলে হারিয়ে ৬৭ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে ৩২ ম্যাচ খেলা সেভিয়া। ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে বার্সেলোনা।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন কাদিজকে | হারিয়ে | লা | লিগার | শীর্ষে | রিয়াল