আর্কাইভ থেকে ক্রিকেট

ক্যারিবীয় শিবিরে মুস্তাফিজের জোড়া আঘাত

ক্যারিবীয় শিবিরে মুস্তাফিজের জোড়া আঘাত

স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, সাকিব ও সাদমানের অর্ধশত রানে ভর করে ক্যারিবীয়দের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৩০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। 

এখন প্রথম ইনিংসে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন। তখন দলীয় রান ছিল ১১। নিজের তৃতীয় ওভারের চতুর্থ বলে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জন ক্যাম্পবেলকে বোল্ড করে আউট করেছেন তিনি। এরপর দলীয় ২৪ রানে ওয়ান ডাউনে নামা অভিষিক্ত শেন মোসলেকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়েছেন বাঁ হাতি এই পেসার। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪৩ রান। উইকেটে আছে ব্র্যাথওয়েট ২৯ রানে ও বুর্নার ৭ রানে।

এর আগে গতকাল টস জিতে টাইগাররা ৫ উইকেট হারিয়ে ২৪২ রান।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন ক্যারিবীয় | শিবিরে | মুস্তাফিজের | জোড়া | আঘাত