আর্কাইভ থেকে দেশজুড়ে

ড্রেন নির্মাণকে কেন্দ্র করে লাঠির আঘাতে নিহত এক

ড্রেন নির্মাণকে কেন্দ্র করে লাঠির আঘাতে নিহত এক

জয়পুরহাট সদর উপজেলার পলিকাদোয়া গ্রামে ড্রেন নির্মানকে কেন্দ্র করে প্রতিবেশীর লাঠির আঘাতে রেজাউল করিম(৪৫) নামে এক জন নিহত হয়েছেন।

শনিবার সকালে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত রেজাউল করিম একই গ্রামের মৃত ওহাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মানকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে প্রতিবেশী মৃত মোতালেব আলীর ছেলে আব্দুল আলীমের সাথে রেজাউল করিমের কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে পাশে থাকা একটি  লাঠি হাতে নিয়ে আলীম রেজাউলের মাথায় সজোরে আঘাত করে। এ অবস্থায় স্থানীয়রা গুরতর আহত রেজাউলকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর শনিবার সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহত রেজাউল করিমের ভাই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রেজাউল করিমের মরদেহ বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ  হাসপাতালে ময়নাতদন্তের জন্য রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।  ঘাতককারীকে গ্রেফতারে পুলিশী অভিযান  চলছে বলেও জানান ওসি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ড্রেন | নির্মাণকে | কেন্দ্র | করে | লাঠির | আঘাতে | নিহত | এক