আর্কাইভ থেকে করোনা ভাইরাস

এবার করোনার নতুন ধরন শ্রীলঙ্কায়, ছড়াতে পারে বাতাসে

এবার করোনার নতুন ধরন শ্রীলঙ্কায়, ছড়াতে পারে বাতাসে

এবার করোনাভাইরাসের আরও শক্তিশালী ধরণ শনাক্ত হয়েছে শ্রীলঙ্কায়। নতুন শনাক্ত হওয়া এই ধরনটি বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। দেশটিতে এখন পর্যন্ত পাওয়া সবগুলো ধরণের মধ্যে এটিই সবচেয়ে বেশি সংক্রামক বলে জানিয়েছে রোগ বিশেষজ্ঞরা।

ভারতের এনডিটিভি জানায়, শ্রীলঙ্কার শ্রী জয়াবর্ধনপুরা বিশ্ববিদ্যালয়ের রোগতত্ত্ব বিদ্যা বিভাগের প্রধান নিলিকা মালাভিজে বলেন, আমাদের দ্বীপে করোনাভাইরাসের যে ধরন পাওয়া গেছে তা অন্যগুলোর চেয়ে ভিন্নতর ও শক্তিশালী। ভাইরাসটি কমপক্ষে এক ঘণ্টা বাতাসে সক্রিয় থাকতে পারে। এর সংক্রমণের গতিও আগেরগুলোর চেয়ে দ্রুততর।

গেল সপ্তাহে শ্রীলঙ্কায় বর্ষবরণ উৎসব পলিত হয়েছে। নববর্ষ উদযাপনের পর থেকে তরুণদের মধ্যে ধরণটি দ্রুত ছড়িয়ে পড়ছে। নতুন এই ধরনটা ইতোমধ্যে হয়তো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে মনে করছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এখন এই রোগে আক্রান্ত হচ্ছে অনেক শিশু-কিশোর-তরুণও।

আগের তুলনায় শ্বাসকষ্ট, অক্সিজেনসহ অন্যান্য জটিলতায় বেশি ভুগছে নতুনভাবে সংক্রমিত হওয়া রোগীরা। এর ফলে আগামি দুই তিন সপ্তাহের মধ্যে দেশটিতে করোনা মহামারির তৃতীয় ঢেউ শুরু হতে পারে বলে আশঙ্কা করছে লঙ্কান স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

লঙ্কান গণস্বাস্থ্য পরিদর্শক উপুল রোহানা বলেন, এখনো ঠিক বোঝা যাচ্ছে না। তবে দুই-তিন সপ্তাহ পর প্রকৃত অবস্থা বোঝা যাবে। শ্রীলঙ্কায় আগামী দুই সপ্তাহ হবে ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড। তারপর তা তৃতীয় তরঙ্গ হয়ে আঘাত হানতে পারে।

এদিকে করোনা প্রতিরোধে নতুন গাইডলাইন প্রকাশ করেছে শ্রীলঙ্কার মিনিস্ট্রি অব কোভিড প্রিভেনশন। যা বলবৎ থাকবে আগামী মে মাসের শেষ পর্যন্ত।

শ্রীলঙ্কায় মধ্য এপ্রিলেও গড়ে ১৫০ জন করোনায় আক্রান্তের খবর পাওয়া যেত। সেখানে মাত্র এক সপ্তাহে সংক্রমণ বেড়ে প্রতিদিন ছয় শ’তে দাঁড়িয়েছে। কর্মকর্তারা বলছে, কোভিড চিকিৎসা তাদের সক্ষমতার সীমা ছাড়িয়েছে। শ্রীলঙ্কায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক লাখ ছুঁই ছুঁই। মারা গেছে ৬৩৮ জন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | করোনার | নতুন | ধরন | শ্রীলঙ্কায় | ছড়াতে | পারে | বাতাসে