আর্কাইভ থেকে আওয়ামী লীগ

অপরাজনীতি পরিহার করে মানুষের পাশে দাঁড়াতে হবে : কাদের

অপরাজনীতি পরিহার করে মানুষের পাশে দাঁড়াতে হবে : কাদের

চমলমান করোনা পরিস্থিতি বিবেচনায় মহামারির এই সময়ে অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বিএনপি ব্যর্থ হয়েছে। বিএনপি আন্দোলন ও নির্বাচনেও ব্যর্থ। দেশে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আন্দোলন করতে হবে।

তিনি বলেন, বিএনপির নেতিবাচক রাজনীতির প্রতি জনগণের কোনও আস্থা নেই। আজ বিএনপি নিজের দলকে চাঙা রাখতে যখন যা খুশি তাই বলে যাচ্ছে। তাদের রাজনীতি হচ্ছে সরকার বিরোধিতার নামে অন্ধ সমালোচনা করা।

কাদের বলেন, ক্ষমতায় গেলে অনেকেই জনগণের কথা ভুলে যায়। তবে শেরে বাংলা একে ফজলুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তার ব্যতিক্রম। তাদের পথ অনুসরণ করেই শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন অপরাজনীতি | পরিহার | করে | মানুষের | পাশে | দাঁড়াতে | হবে | | কাদের