আর্কাইভ থেকে বাংলাদেশ

টিকা পেতে ৩ দেশের সঙ্গে যোগাযোগ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

টিকা পেতে ৩ দেশের সঙ্গে যোগাযোগ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

ভারতের করোনা ভ্যাকসিন অনিশ্চতায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে সরকার। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে ‘ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক নানা বিষয়াদি’ নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান কিনি।

জাহিদ মালেক বলেন, স্বস্থ্যবিধি মানতে ব্যর্থ হলে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। তাই স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।

তিনি বলেন, হাসপাতালগুলোর আইসিইউতে থাকা প্রতিটি করোনা রোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে ৫০ হাজার টাকা। আর একজন সাধারণ রোগীর জন্য ব্যয় হচ্ছে ১৫ হাজার টাকা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে লিকুইড অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। ভারত থেকে লিকুইড অক্সিজেন আসছে না। তবে দেশের অভ্যন্তরীণ কারখানা থেকে গ্যাস ও লিকুইড অক্সিজেনের চাহিদা মেটানোর চেষ্টা চলছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকায় করোনা রোগীর জন্য আড়াই হাজার বেড ছিল। এখন সাত হাজার বেড আছে। এটা আমরা রাতারাতি করতে সক্ষম হয়েছি। প্রতিটি হাসপাতালেই করোনা চিকিৎসার ব্যবস্থা করেছি।

তিনি বলেন, টিকা নেবার পরও মানুষের উদাসীনতা বাড়ায় বাংলাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এসেছে। দেশে চলমান লকডাউনের কারণে করোনা সংক্রমণের হার অর্ধেকে নেমে এসেছে। আর জনগণের কথা মাথায় রেখেই লকডাউনের মধ্যেও দোকানপাট খুলে দিয়েছে সরকার।

এ সম্পর্কিত আরও পড়ুন টিকা | পেতে | ৩ | দেশের | সঙ্গে | যোগাযোগ | করছে | সরকার | | স্বাস্থ্যমন্ত্রী