আর্কাইভ থেকে করোনা ভাইরাস

অনুমোদন পেলো রাশিয়ার টিকা, মে মাসে আসবে ৪০ লাখ ডোজ

অনুমোদন পেলো রাশিয়ার টিকা, মে মাসে আসবে ৪০ লাখ ডোজ

রাশিয়ার করোনাভাইরাসের টিকা ‘স্পুটনিক-ফাইভ’বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদনের সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত ওষুধ প্রশাসন টেকনিক্যাল কমিটি এই অনুমোদন দেয়। রাশিয়া থেকে আগামী মে মাসে ৪০ লাখ টিকা পাওয়া যাবে। জানালেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবর রহমান।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সবকিছু ঠিক থাকলে মে মাসের মধ্যেই এই টিকা দেশে আসবে। প্রথম ধাপে ৪০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে।

তিনি বলেন, ‘স্পুতনিক’ ছাড়াও চীনের সিনোফার্মের (চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ) বিষয়েও কাজ করছি আমরা। যে ভ্যাকসিন দেশের জন্য প্রয়োজন, বিভিন্ন উৎস থেকে সেটি পাওয়ার চেষ্টা করছি।

এর আগে চীনের সিনোফার্ম এবং রাশিয়ার স্পুটনিক-৫ ভ্যাকসিন কেনার জন্য সুপারিশ করেছিল কভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির উৎস ও সংগ্রহ সংক্রান্ত কোর কমিটি। সোমবার (২৬ এপ্রিল) কমিটি তাদের এ সুপারিশ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠিয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

এর আগে গেলোশুক্রবার (২৩ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-৫ দেশেই উৎপাদনের জন্য মস্কো-ঢাকা সম্মত হয়েছে। এ টিকা উৎপাদনে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ।

মন্ত্রী বলেন, আমাদের সঙ্গে রাশিয়ার যে চুক্তি হয়েছে, সেখানে আমরা বলেছি যে, কিছু আমরা ক্যাশ দিয়ে কিনব। আর কিছু এখানে স্থানীয়ভাবে উৎপাদন করব। আমাদের দেশের কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানি রাশিয়ার সহায়তা ভ্যাকসিনটি উৎপাদন করবে।

গেলো বছরের ১১ আগস্ট রাশিয়া উদ্ভাবিত করোনার টিকা স্পুটনিক-৫ এর অনুমোদন দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্বের ৬০টি দেশ এ পর্যন্ত জরুরি প্রয়োজনে এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। করোনার বিরুদ্ধে স্পুটনিক-৫ এর কার্যকারিতা ৯৫ শতাংশ বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন অনুমোদন | পেলো | রাশিয়ার | টিকা | মে | মাসে | আসবে | ৪০ | লাখ | ডোজ