আর্কাইভ থেকে জাতীয়

ঈদের আগেই উপবৃত্তির টাকা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

ঈদের আগেই উপবৃত্তির টাকা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

ঈদের আগেই একসঙ্গে ছয় মাসের উপবৃত্তির টাকা পাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০২০-২১ অর্থবছরে তৃতীয় ও চতুর্থ কিস্তির উপবৃত্তির টাকা পাবে ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী।  একই সঙ্গে জামা-জুতা কেনা বাবদ এককালীন আরও এক হাজার টাকা পাবে তারা।

এ জন্য তথ্য অন্তর্ভুক্তি আগামী ৯ মে থেকে শুরু হবে। প্রধান শিক্ষকরা ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদে পিইএসপি পোর্টালে ২৫ মে পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত করতে পারবেন। আর অচিরেই সুবিধাভোগী অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা বিতরণ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প।

বুধবার (২৮ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত আদেশে বলা হয়, ২০২০-২০২১ অর্থবছরের তৃতীয় ও চতুর্থ কিস্তির উপবৃত্তির টাকা যথাসময়ে বিতরণের জন্য উপবৃত্তি প্রকল্পভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক আগামী ৯ মে থেকে ২৫ মে পর্যন্ত পিইএসপি পোর্টালে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি নিশ্চিত করতে অনুরোধ করা হলো। নগদ কর্তৃপক্ষ আগামী ৯ মের আগেই পিইএসপি পোর্টাল উন্মুক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

চিঠিতে আরও বলা হয়, ২০২০-২১ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কিস্তির (জুলাই-২০ থেকে ডিসেম্বর-২০) উপবৃত্তির টাকা বিতরণের লক্ষ্যে সুবিধাভোগী ছাত্রছাত্রী, অভিভাবকদের তথ্য এবং চাহিদাসহ প্রয়োজনীয় তথ্য পিইএসপি পোর্টালে এন্ট্রির কাজ শেষ হয়েছে। অচিরেই সুবিধাভোগী অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে ২০২০-২১ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কিস্তির উপবৃত্তির টাকা বিতরণ করা হবে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদের | আগেই | উপবৃত্তির | টাকা | পাবে | প্রাথমিকের | শিক্ষার্থীরা