আর্কাইভ থেকে এশিয়া

দারিদ্রের মুখে পড়বে মিয়ানমারের প্রায় অর্ধেক মানুষ: জাতিসংঘ

দারিদ্রের মুখে পড়বে মিয়ানমারের প্রায় অর্ধেক মানুষ: জাতিসংঘ

আগামী বছরের মধ্যে মিয়ানমারের প্রায় অর্ধেক মানুষ দারিদ্র্যসীমার নিচে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। দেশটিতে সামরিক অভ্যুত্থান পরবর্তী চলমান রাজনৈতিক অস্থিরতা ও করোনাভাইরাসের কারণে ভেঙে পড়তে পারে অর্থনীতি। এর জেরে দেশটির জনগণকে দারিদ্র্যের সঙ্গে লড়তে হতে পারে বলে শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ আশঙ্কা করছে সংস্থাটি।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, এক প্রতিবেদনে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি বলেছে, ২০২২ সালের শুরুর দিকেই মিয়ানমারের প্রায় দুই কোটি ৫০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে যেতে পারে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।

প্রতিবেদনে ইউএনডিপি জানিয়েছে, গেল বছরের শেষে করোনা মহামারির কারণে মিয়ানমারের ৮৩ শতাংশ পরিবারের আয় নেমে এসেছে প্রায় অর্ধেকে। দারিদ্র সীমার নিচে বাস করা মানুষের সংখ্যা বেড়েছে ১১ শতাংশ। চলমান রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে দারিদ্র্যের হার আগামী বছর বেড়ে যেতে পারে আরো ১২ শতাংশ। দেশটির চরম সংকটকালে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে নারী ও শিশুরা। চলতি বছরের মধ্যে দারিদ্র্যের কবলে পড়বে দেশটির অর্ধেক শিশু। এছাড়াও দারিদ্র্যের প্রবল ঝুঁকিতে রয়েছে বাস্তুচ্যুতরাও। দারিদ্র্য তিন গুণ বাড়তে পারে শহরাঞ্চলে।

এক বিবৃতিতে ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার বলেন, ২০০৫ সালের পর থেকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে অনেকটা সফল হয়েছিল মিয়ানমার। দেশটি দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের সংখ্যা নামিয়ে এনেছিল প্রায় অর্ধেকে। তবে সেই অর্জনের পথে চ্যালেঞ্জ তৈরি করতে পারে দেশটির সাম্প্রতিক পরিস্থিতি।

বিবৃতিতে তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সক্রিয় না হলে দারিদ্র্যের দিকে আবারো ফিরে যাবে দেশটি।

করোনা মহামারিতে বিপর্যস্ত মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে গেল এক ফেব্রুয়ারি। রক্তপাতহীন অভ্যুত্থানের পর অং সান সু চিসহ বেসামরিক সরকারের শীর্ষ কর্মকর্তাদের আটক করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে প্রায় তিন মাস ধরে সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে মিয়ানমারে। বিক্ষোভকারীদের দাবি সুষ্পষ্ট, সেনাশাসন প্রত্যাহার ও সু চির মুক্তি। বিক্ষোভ দমনে চরম শক্তি প্রয়োগ করেছে দেশটির জান্তা সরকার। এখন পর্যন্ত জান্তা সেনা-পুলিশের গুলিতে ৭৫০ জনের বেশি বেসামরিক মানুষের নিহতের তথ্য দিয়েছে অধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স-এএপিপি।

মিয়ানমারে বিক্ষোভ দমনের নামে গুলি-হত্যায় দীর্ঘমেয়াদি রক্তপাতের পথে এগিয়ে যাচ্ছে বলে আগেই সতর্ক করেছে জাতিসংঘ। দেশটির সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলছে। ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাদের নিয়ে ছায়া সরকার গঠন করা হয়েছে। নিরাপত্তার জন্য সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে পাড়ি জমাচ্ছে অনেক বেসামরিক নাগরিক। সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছে মিয়ানমারের মানুষ। এর মধ্যেই দেশটির প্রায় অর্ধেক মানুষের দারিদ্র্যসীমার নিচে যাওয়ার আশঙ্কা জানাল জাতিসংঘ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন দারিদ্রের | মুখে | পড়বে | মিয়ানমারের | প্রায় | অর্ধেক | মানুষ | জাতিসংঘ