আর্কাইভ থেকে আফ্রিকা

লেবাননে হ্রদে ভাসছে ৪০ টন মরা মাছ

লেবাননে হ্রদে ভাসছে ৪০ টন মরা মাছ

লেবাননের দীর্ঘতম নদী লিতানির তীরবর্তী একটি হ্রদে ভেসে উঠেছে ৪০ টন মরা মাছ। কারখানার বর্জ্য এবং দূষণের কারণেই এ বিপর্যয় বলে অভিযোগ করেছে পরিবেশবিদরা।

গেল কয়েকদিনে কারাউন হ্রদ থেকে কমপক্ষে ৪০ টন পঁচা মাছ তুলেছে স্বেচ্ছাসেবীরা। তবুও দুর্গন্ধে থাকতে পারছে না স্থানীয়রা। অজ্ঞাত ভাইরাসের আক্রমণে ১০ দিন যাবৎ লাখো মাছ মরে-ভেসে উঠছে বলে মনে করছে অনেকেই।

অবশ্য মানবাধিকারকর্মীদের অভিযোগ, গোপনে হ্রদে কেউ ক্ষতিকারক-দূষিত আর্বজনায় ফেলায় এ বিপর্যয় হয়েছে। মরা মাছ ভেসে উঠার মূল কারণ অনুসন্ধানে লিতানি প্রশাসনকে অনুরোধ জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো।

এদিকে দূষণের কারণে ২০১৮ সাল থেকে লিতানি নদী এবং সংশ্লিষ্ট হ্রদগুলোতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ১৯৫৯ সালে পানিবিদ্যুৎ উৎপাদন ও কৃষিকাজের জন্য পানি সংগ্রহে নদীর তীরবর্তী অঞ্চলে হ্রদটি তৈরি করা হয়।

গেল মাসে লেবাননের কয়েকটি উপকূলীয় এলাকায় তেল ছড়িয়ে পড়ায় হুমকির মুখে পড়ে বিভিন্ন সামুদ্রিক প্রাণী। তখন কয়েকটি সমুদ্র সৈকত পরিষ্কারের উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবীরা।

গেল বছরের আগস্টে রাজধানী বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ লেবাননের অর্থনীতি বড় বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। তখন থেকেই দেশটিতে পরিবেশগত সংকট বাড়তে শুরু করেছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন লেবাননে | হ্রদে | ভাসছে | ৪০ | টন | মরা | মাছ