আর্কাইভ থেকে ক্রিকেট

অক্সিজেন কিনতে অনুদান দিচ্ছেন ধাওয়ান

অক্সিজেন কিনতে অনুদান দিচ্ছেন ধাওয়ান

ভারতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যেও চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে কঠিন সময়েও আইপিএল থেকে করোনার বিরুদ্ধে লড়াই করার আর্থিক সহায়তা পাচ্ছে ভারত।

বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি থেকে শুরু করে ব্যক্তি উদ্যোগে ক্রিকেটাররা অনুদান দিচ্ছেন। শচীন টেন্ডুলকার ইতোমধ্যে ১ কোটি রুপি অনুদান দিয়েছেন। এবার সাহায্যের হাত বাড়ালেন দিল্লির হয়ে খেলা শিখর ধাওয়ানও। অক্সিজেন কেনার জন্য 'মিশন অক্সিজেন ফান্ড'-এ ২০ লাখ রুপি অনুদানের ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া চলতি আইপিএলে যত ব্যক্তিগত পুরস্কার পাবেন সবকিছুই দেবেন ফান্ডে।

এদিকে, ধাওয়ান ছাড়াও সাহায্যের হাত বাড়িয়েছেন রাজস্থান রয়্যালসের জয়দেব উনাদকাত। আইপিএল পারিশ্রমিকের ১০ শতাংশ দান করবেন বলে জানিয়েছেন তিনি। সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন প্যাট কামিন্স। তিনি 'পিএম কেয়ার ফান্ড'-এ দান করেন ৫০ হাজার ডলার। 

এ সম্পর্কিত আরও পড়ুন অক্সিজেন | কিনতে | অনুদান | দিচ্ছেন | ধাওয়ান