আর্কাইভ থেকে বলিউড

কঙ্গনার অ্যাকাউন্ট স্থগিত রাখলো টুইটার

কঙ্গনার অ্যাকাউন্ট স্থগিত রাখলো টুইটার

বলিউডকুইন কঙ্গনা রানাউত মানেই নতুন কোন বিতর্কের জন্ম। বহুবার বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী । আর সকল বিতর্কের শুরুই হয় বলি কুইনের টুইটার অ্যাকাউন্ট থেকে।

আর এবার কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট স্থগিতই করে দেয়া হলো। অভিযোগ উঠেছে, তিনি কয়েকটি পোস্ট করেছেন যেটা কিনা মাইক্রো ব্লগিং সাইট সংস্থার নীতি লঙ্ঘন করেছে। এজন্যই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেন কঙ্গনা। তৃণমূলের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছেন তিনি।

টুইটে কঙ্গনা লিখেছিলেন, বাংলাদেশ আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি। বাংলায় এখন আর হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ নেই। পুরো ভারতের অন্য এলাকার তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে বেশি বঞ্চিত আর গরীব।

অন্যদিকে তৃণমূলের জয়ে শুভেচ্ছাও জানিয়ে টুইট করেন কঙ্গনা। তবে সেখানেও ছিল ব্যঙ্গাত্বকময় মন্তব্য।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন কঙ্গনার | অ্যাকাউন্ট | স্থগিত | রাখলো | টুইটার